নয়াদিল্লি: বাবা মারা গিয়েছেন।  মা শয্যাশায়ী। কার্যত অভিভাবকহীন পরিবারে দাদাই ছাতা হয়ে সংসারকে যাবতীয় ঝড়-জল-বৃষ্টির হাত থেকে বাঁচাবেন, এটাই তো হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের দুই বোনের ওপরই যৌন নির্যাতন চালিয়েছে দাদা! দিল্লির তিলক নগরের বাসিন্দা ২২  বছরের লোকটি ১৭ বছরের  বোনকে গত প্রায় এক বছর ধরে ধর্ষণ করেছে। এপ্রিল থেকে সে যৌন নিগ্রহ করেছে ১৩ বছরের আরেক  বোনকেও ।

পুলিশ জানিয়েছে, দুই বোন মুখ বুজে  দাদার অত্যাচার আর না সইতে পেরে নিজেদের এক বন্ধুকে জানায়, যার বাবা একটি এনজিও-তে কাজ করেন।  তারপর স্থানীয় থানায় তারা অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেফতার করে দাদাকে। নাবালক যৌন নির্যাতন  রোধ আইন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও সংশ্লিষ্ট অন্যান্য ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেরায় দাদা অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।