চণ্ডীগড়:  হরিয়ানায় মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে সেখানকার পুলিশ 'অপারেশন দুর্গা' বা অভিযান দুর্গা চালু করেছে। সেই অপারেশনের আওতায় মহিলাদের ওপর অত্যাচার চালানোর অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জন অভিযুক্তের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইভ-টিজিংয়ের অভিযোগও রয়েছে।

পুলিশ মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগের ভিত্তিতে নটি অপরাধমূলক মামলাও দায়ের করেছে। এরমধ্যে পানিপথে তিনটি, গুরুগ্রামে তিনটি এবং ভিওয়ানি, শিরষা এবং ফরিদাবাদে একটি করে মামলা দায়ের করা হয়েছে।

'অপারেশন দুর্গা'র অধীনে মোট ৪১টি জায়গায় অভিযান চালিয়েছিল পুলিশ। এরমধ্যে রয়েছে স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড এবং রেল স্টেশন। মহিলাদের হেনস্থার অভিযোগে অনেককে আবার আটক করে তাদের বাবা-মায়ের থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়েও দিয়েছে পুলিশ।

মহিলাদের নিরাপত্তার স্বার্থে হরিয়ানা সরকার রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা তৈরি করেছে। কিন্তু ওই রাজ্যে মহিলারাই অনেক সময় সমাজে লজ্জার ভয় তাঁদের ওপর ঘটে যাওয়া অনেক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেন না।

গতকাল থেকে এই অভিযান চালু করেছে হরিয়ানা পুলিশ। এই অভিযানের আওতায় ইভ টিজিং, মহিলাদের ফলো করা, তাঁদের দেখে অশ্লীল মন্তব্য করা সব কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে।