শ্রীনগর: নিরাপত্তারক্ষীদের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। আজও শ্রীনগরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। তাতেই মৃত্যু হয় সাজাদ আহমেদ (২৩) নামে ওই যুবকের। তিনি উত্তর কাশ্মীরের বারামুলা জেলার তাংমার্গ অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে শ্রীনগর। সব দোকান-পাট বন্ধ হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আজ শ্রীনগরের বাতমালু অঞ্চলে আধাসামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। তাতেই সাজাদের মৃত্যু হয়।

শ্রীনগরের পাশাপাশি এদিন পুলওয়ামাতেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। স্থানীয় একটি কলেজের বাইরে চেকপোস্টের বিরোধিতা করে পাথর ছুঁড়তে শুরু করেন ছাত্ররা। তাদের হামলা থেকে বাঁচার জন্য কাঁদানে গ্যাসের শেল পাঠান নিরাপত্তারক্ষীরা। তা সত্ত্বেও ছাত্ররা নিরাপত্তারক্ষীদের আক্রমণ করে। দু পক্ষের সংঘর্ষে কয়েকজন ছাত্রী সহ অন্তত ৫৪ জন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক ছাত্রের মাথায় কাঁদানে গ্যাসের টিন লাগে। তাঁর মাথায় চোট লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।