নয়াদিল্লি: বেআইনি দখলদারি ও পরিকল্পনাহীন নগরোন্নয়নের কোপে পড়েছে দেশের একাধিক প্রাচীন সৌধ। এমন অন্তত ২৪টি সৌধের কোনও হদিশ মিলছে না। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা সংসদে এ কথা জানিয়েছেন। ওই সৌধগুলির কাঠামো ও তাদের এলাকা- কোনও কিছুরই খোঁজ নেই।
মন্ত্রী জানিয়েছেন, নিখোঁজ সৌধের তালিকায় প্রথম নামটি উত্তরপ্রদেশের। এ রাজ্যের ১১টি সৌধের হদিশ মিলছে না। এছাড়াও উধাও হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নদিয়ার বামনপুকুর দুর্গ, অরুণাচলপ্রদেশের তামার মন্দির, অসমের তিনসুকিয়া জেলায় শের শাহর বন্দুক ও দিল্লির বারা খাম্বা সমাধিস্থল। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সৌধেরও খোঁজ মিলছে না।
তবে বেআইনি দখলদারদের কবজায় থাকা ৮টি সংরক্ষিত সৌধ গত ৫ বছর ধরে মুক্ত করা হয়েছে। এগুলি হল লখনউয়ের আসাফি ইমামবাড়া, মহারাষ্ট্রের সাখাখেদার একটি মসজিদ, মহাদেব মন্দির, চৈতুরগড় দুর্গ, ছত্তিশগড়ের দান্তেশ্বরী দেবীর মন্দির, দিল্লির ডিএরেমাও সমাধিস্থল, হরিয়ানার সরাই আলাবর্দি খান মসজিদ ও কর্নাটকের হাম্পির বীরুপাক্ষ মন্দির।
২৪টি সুরক্ষিত সৌধের কোনও হদিশ নেই, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2017 09:54 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -