হায়দরাবাদ: তেলঙ্গানার মেহবুবনগর জেলায় ভুট্টার খেতে ব্যবহার করা কীটনাশক ও সার খেয়ে ২৫টি কৃষ্ণসার হরিণ মারা গিয়েছে বলে খবর। গতকাল কৃষ্ণা নদীর তীরে মৃত হরিণগুলিকে পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন গুম্মাদাম গ্রামের বাসিন্দারা। মেহবুবনগর জেলা ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সি গঙ্গা রেড্ডি বলেছেন, প্রাথমিক তদন্তে আমাদের সন্দেহ কৃষ্ণসার হরিণগুলি ভুট্টা চাষের কাজে লাগা সার, কীটনাশক খেয়ে ফেলেছিল। কিছু চাষি রাজস্ব দফতরের জমিতে বেআইনিভাবে ভুট্টা ফলিয়েছে।

ওই জমির সব ভুট্টা নষ্ট করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিয়ম না থাকা সত্ত্বেও সরকারি জমিতে ভুট্টার চাষ করায় দুজন কৃষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রেড্ডি ফোনে বলেছেন, ২৫টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। আমরা প্রত্যেকটির দেহাংশের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছি। ঠিক কী কারণে হরিণগুলি মারা গেল, তা জানা যাবে।

এরপর যাতে এভাবে আর কোনও কৃষ্ণসারের মৃত্যু না হয়, তা সুনিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি।