লখনউ: একশ একর জমির উপর দীর্ঘকায় রাম-মূর্তি স্থাপন, অযোধ্যাকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, পুরো অঞ্চলটিকেই ‘রাম’ থিমে ঢেলে সাজানো, এরকম একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবার অযোধ্যায় ২৫১ মিটার উচ্চতার রাম-মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেন আদিত্যনাথ।
মূর্তি স্থাপনের পাশাপাশি যোগীর পরিকল্পনায় আছে অযোধ্যাকে নতুন করে সাজানোর প্রস্তাব। লাইব্রেরি, উন্নতমানের পার্কিং, ফুডপ্লাজা, সবকিছুই থাকবে সেখানে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গুজরাত সরকারের থেকে প্রযুক্তিগত সাহায্য নেবে উত্তরপ্রদেশ।
নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার। মুম্বইয়ে আম্বেদকরের মূর্তির উচ্চতা ১৩৭.২ মিটার, এমনকী গুজরাতে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তির উচ্চতাও প্রস্তাবিত রাম-মূর্তির থেকে কম!
ভারতে অন্যান্য উচ্চ মূর্তিগুলির নধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্রের শিবাজীর মূর্তি। চিনে গৌতম বুদ্ধের মূর্তিও বিশ্বের অন্যতম আকর্ষণ। সেগুলিকেও ছাপিয়ে যেতে চলেছে যোগীর স্বপ্নের রাম-মূর্তি।
এছাড়া অন্য একটি মিটিং-এ যোগী আদিত্যনাথ বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ডাটা স্টোরেজ তৈরি করাও খুব জরুরি। সেইজন্য রাজ্যে ডাটা সেন্টার তৈরির উপর জোর দেন মুখ্যমন্ত্রী।
অযোধ্যায় ১০০ একর জমিতে ২৫১ মিটার দীর্ঘ রাম মূর্তি, ঘোষণা আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2019 06:29 PM (IST)
মূর্তি স্থাপনের পাশাপাশি যোগীর পরিকল্পনায় আছে অযোধ্যাকে নতুন করে সাজানোর প্রস্তাব। লাইব্রেরি, উন্নতমানের পার্কিং, ফুডপ্লাজা, সবকিছুই থাকবে সেখানে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গুজরাত সরকারের থেকে প্রযুক্তিগত সাহায্য নেবে উত্তরপ্রদেশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -