জম্মু: জম্মু ও কাশ্মীর সীমান্তে গত ২ বছরে পাক গোলাগুলির শিকার হয়েছেন ২৬ জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন ১৫৮ জন। সোমবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে বিধানসভায় এই পরিসংখ্যান পেশ করা হয়েছে।
মেহবুবা মুফতি সরকারের তরফে আরও জানানো হয়েছে, পাক হামলায় ২১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের বয়ান অনুযায়ী, পুঞ্চে মারা গিয়েছেন ৯ জন। জম্মু ও সাম্বায় মারা গিয়েছেন ৭ জন করে, রাজৌরিতে মারা গিয়েছেন ২ জন এবং কাঠুয়ায় মারা যান একজন।
আহতদের মধ্যে ৯১ জন জম্মুর, ৩১ জন পুঞ্চের, ১৩ জন কাঠুয়ার, ১২ জন সাম্বার, ৮ জন কুপওয়ারা এবং ৩ জন রজৌরির বাসিন্দা।
লিখিত বিবৃতিতে আরও বলা হয়েছে, পাক গোলায় নিহতদের নিকটাত্মীয়কে ২৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি, আহতদের ৬.৭ লক্ষ এবং ক্ষতিগ্রস্তদের ৪২.৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।