মুম্বই:  সম্পর্ক ভেঙে যাওযার জেরে এক তরুণীকে ধর্ষণ করল তার প্রাক্তন প্রেমিক। শুধু তাই নয় ওই তরুণীর আপত্তিকর ছবিও হোয়াটস্যাপ ও ইন্টারনেটে আপলোড করেছে আমন নামে ওই অভিযুক্ত। ওই তরুণীকে ভিলে পার্লেতে অস্বাভাবিক যৌন কার্যকলাপে বাধ্য করারও অভিযোগ উঠেছে আমনের বিরুদ্ধে। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযু্ক্ত ও নির্যাতিতা তরুণীর মধ্যে ২০১১ থেকে পরিচয় গড়ে ওঠে। দুজনের বয়স কুড়ির কোটায়। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। আমন ওই তরুণীকে বিয়ের প্রস্তাবও দেয়।  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমন ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তরুণী রাজি হননি।

পুলিশ জানিয়েছে, গত বছর দুজনের সম্পর্ক ভেঙে যায়। এতে খেপে গিয়ে আমন ওই তরুণীর পরিচিতদের কাছে তাঁর আপত্তিকর ছবি পাঠায়। ওই তরুণীকে ধর্ষণও করে বলে অভিযোগ।

গত সেপ্টেম্বরে তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।