নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলায় জড়িত ছিল পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীই। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।


২৬/১১ হামলায় যে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীরাই জড়িত, তা বহুদিন থেকে দাবি করে আসছে ভারত। এই নিয়ে ইসলামাবাদের হাতে যাবতীয় তথ্যপ্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি। তা সত্ত্বেও, প্রত্যেকবার ভারতের দাবি খারিজ করেছে পাক প্রশাসন। কিন্তু, এবার, খোদ পাক শীর্ষ কর্তার গলায় শোনা গেল ভারতের সুর।


সেখানে পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আলি দুরানি জানান, ২৬/১১ মুম্বই হামলা পাকিস্তানের এক জঙ্গি সংগঠনের মস্তিষ্কপ্রসূত। এই হামলাকে তিনি সীমান্তপার সন্ত্রাসের ‘প্রকৃষ্ট’ উদাহরণ হিসেবেও তুলে ধরেন। যদিও, একইসঙ্গে তিনি দাবি করেন, ওই হামলায় পাক প্রশাসনের কোনও ভূমিকা ছিল না।


একটি আলোচনাসভায় অংশ নিতে বর্তমানে ভারতে রয়েছেন এই পাক শীর্ষ কর্তা। সেখানে তিনি জানান, তিনি নিশ্চিত হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলিই। যদিও, এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন তিনি। জানান, একবার পাক প্রশাসনকে মুম্বই হামলা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন। দুরানির দাবি, ওই পরামর্শ পাক প্রশাসনের পছন্দ না হওয়ায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।


তবে, জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান তথা লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধেও সরব হন প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টা। বলেন, হাফিজ সঈদের কোনও উপকারিতা নেই। আমাদের (পাক প্রশাসনের) উচিত ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তাঁর আশা, একদিন হাফিজ সঈদের শাস্তি হবে।