মুম্বই: ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলায় জঙ্গি দমন শাখা (এটিএস) প্রধান হেমন্ত কারকারের মৃত্যু হয়েছিল দক্ষিণপন্থীদের চক্রান্তে, এমন অভিযোগ জানিয়ে পেশ করা পিটিশন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। কারকারের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে ওই বিশেষ তদন্ত গড়ে মৃত্যুর তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছিল ওই জনস্বার্থ পিটিশনে। কিন্তু তাতে সাড়া দেয়নি বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি ভারতী ডাঙ্গরিকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। বিহারের প্রাক্তন বিধায়ক রাধাকান্ত যাদবের ওই পিটিশনে বিশেষ কিছুই নেই বলে অভিমত বেঞ্চের। বিচারপতিরা বলেছেন, ২০১০ থেকে বিচারাধীন পিটিশনটির কোনও সারবত্তা নেই। আমরা তদন্তের নির্দেশ দিতে পারছি না। পিটিশনটি খারিজ করা হল।
যাদব ২০১০-এর আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেন, কারকারেকে পাকিস্তানি সন্ত্রাসবাদী আজমল কসাব, আবু ইসমাইল মারেনি, তাঁকে আসলে হত্যা করেছিল দক্ষিণপন্থী সন্ত্রাসবাদীরা, কারণ ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় ডানপন্থী গোষ্ঠী অভিনব ভারতীর একাধিক সদস্যকে গ্রেফতার করেছিলেন তিনি। জনস্বার্থ পিটিশনটি মহারাষ্ট্র প্রাক্তন পুলিশের আইজি এস এম মুশরিফের লেখা 'হু কিলড কারকারে'-বইকে ভিত্তি করে পেশ হয়।
প্রসঙ্গত, ২০০৮ এর ২৬ নভেম্বরের রাতে কসাব, ইসমাইলরা দক্ষিণ মুম্বইয়ের কামা হাসপাতালের বাইরেপুলিশ ভ্যানের ওপর গুলিবর্ষণ করলে কারকারে, তাঁর সহযোগী দুই পুলিশ অফিসার অশোক কামতে ও বিজয় সালাসকরের মৃত্যু হয়।