ইসলামাবাদ: ২৬/১১-র মুম্বই হামলার ব্যাপারে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চেয়ে পাঠানো হয়েছে বলে জানাল পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমাদের বিদেশ সচিব ভারতের বিদেশ সচিবকে চিঠি দিয়ে আরও নথিপত্র, প্রমাণ তলব করেছেন যাতে মুম্বই হামলার বিচার দ্রুত শেষ হতে পারে। ভারতের তরফে এখনও সাড়া মেলেনি।
তবে কবে, কখন চিঠিটি পাঠানো হয়েছে, তা খোলসা করেননি জাকারিয়া।
২০০৮ এর ওই নাশকতার ব্যাপারে পাকিস্তান লস্কর-ই-তৈবার অপারেশনস কমান্ডার জাকিউর রহমান লকভি সহ সাতজনকে গ্রেফতার করে হত্যায় প্ররোচনা, খুনের চেষ্টা, মুম্বই হামলার চক্রান্ত তৈরি ও তা কার্যকর করার দায়ে অভিযুক্ত করলেও মামলা গড়িয়েছে ৬ বছরের ওপর। পাকিস্তানকে ভারত বারবার বিচার শেষ করে ফেলার আবেদন জানালেও পাকিস্তান তাতে গা করছে না বলে অভিযোগ। পাকিস্তানের হাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এগনোর যথেষ্ট তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের দাবি, মামলা শেষ করে ফেলার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ আসেনি।
ঘটনা হল, পাকিস্তানের বারংবার তথ্য চেয়ে পাঠানোর মধ্যেই জামিনে এক বছর আগে মুক্তি পেয়েছে লকভি। সে রয়েছে এক অজ্ঞাত স্থানে। বাকি ৬জনকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রাখা হয়েছে।
এদিকে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করে জাকারিয়া বলেছেন, অতীতে অনেকবারই বলা হয়েছে যে, শান্তি আলোচনাই ভারত, পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ।
মুম্বই হামলা নিয়ে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চাইল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2016 12:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -