মুম্বই: ২৬/১১ মুম্বই হামলার শহিদ কনস্টেবল শশাঙ্ক শিন্ডের কন্যাকে চাকরি দিল মহারাষ্ট্র সরকার।


মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গন্তিবর জানান, শহিদকে শ্রদ্ধা জানিয়ে ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে নিবেদিতা শশাঙ্ক শিন্ডেকে সেলস ট্যাক্স ডিপার্টমেন্টে অ্যাসিস্টেন্ট সেলস ট্যাক্স কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।


এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করা হয় মহারাষ্ট্র সরকারের তরফে। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত কনস্টেবলের স্ত্রী মানসী, আরেক কন্যা অদিতি সহ রাজ্য প্রশাসনের কর্তারা। নিবেদিতাকে মুঙ্গন্তিবর জানান, আশা করি, বাবার মতো, তুমিও দেশের সেবা করবে।


২০০৯ সালে একটি প্রস্তাব পাশ করে মহারাষ্ট্র সরকার। সেই অনুযায়ী, ২৬/১১ মুম্বই হামলায় শহিদদের পরিবার প্রতি একজনকে রাজ্য প্রশাসনের গ্রুপ এ বা বি শ্রেণির একটি চাকরি দেওয়া হবে। সেই মতো, নিবেদিতা ২১ বছর পূর্ণ করায় তাঁকে এই চাকরি দেওয়া হল।