শ্রীনগর: ভারতীয় সেনাবাহিনীর সুপার-৪০ প্রকল্পের সুবিধা নিয়ে পড়াশোনা করে এ বছর জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় পাশ করলেন জম্মু ও কাশ্মীরের ২৮ জন ছাত্র-ছাত্রী। এবার তাঁরা জেইই অ্যাডভান্সড পরীক্ষা দেবেন। সেই পরীক্ষায় পাশ করলে আইআইটি সহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই ছাত্র-ছাত্রীরা।

২০১৩ সাল থেকে জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী। এর জন্য সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষা নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করে আগেও জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন। তবে এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে। এবারই প্রথম কাশ্মীরের পাঁচ জন ছাত্রী দিল্লিতে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁদের মধ্যে দু জন জেইই-মেইন পরীক্ষায় পাশ করেছেন। গত বছরের জুলাইয়ে সেনাবাহিনী হিজবুল মুজাহাদিন কমান্ডার বুরহান ওয়ানিকে খতম করার পর উপত্যকায় অশান্তি ছড়ায়। তবে তা সত্ত্বেও সেনাবাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি বন্ধ হয়নি।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, নানা সমস্যা সত্ত্বেও, এই প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। উপত্যকার বিভিন্ন কলেজে লিখিত ও মৌখিক প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে জেইই পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের বাছাই করা হয়। তাঁদের বিনামূল্যে জেইই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পরীক্ষার ফলেই প্রমাণিত, সেনাবাহিনীর এই উদ্যোগ সফল।