নার্সকে গণধর্ষণ, অভিযুক্ত চিকিত্সক ও চার শাগরেদ
ABP Ananda, web desk | 23 Dec 2016 09:27 AM (IST)
মথুরা: সহকর্মী এক নার্সকে গণধর্ষণ করল এক চিকিত্সক ও তার চার শাগরেদ। দিল্লি-আগ্রা হাইওয়েতে একটি ব্যাঙ্কের সামনে ২৮ বছরের ওই নার্সকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সার্কেল অফিসার অনুপম সিংহ বলেছেন, অভিযুক্তদের একজন কুশলপাল নির্যাতিতার সঙ্গে একই হাসপাপালে কর্মরত। কুশলপাল চিকিত্সক। বুধবাহর সন্ধেয় ওই চিকিত্সক ও তার সঙ্গীরা ওই মহিলার ওপর নির্যাতন চালায়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।