নিউ ইয়র্ক: মঙ্গলবার এই নিউইর্য়কেই বসবে রাষ্টসঙ্ঘের ৭১ তম সাধারণ সভা। শেষ বারের মতো মার্কিন রাষ্ট্রপতি হিসেবে  ভাষণ দেবেন বারাক ওবামা। সভায় বিশ্বের নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তার মাত্র কয়েক ঘণ্টা আগে  নিউইয়র্ক লাগোয়া শহর চেলসিতে বিস্ফোরণ।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে আটটা। জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল চেলসির ম্যানহাটনের একটি রাস্তা। সপ্তহান্তে মানুষের ঢল তখন সবে নামতে শুরু করেছে ম্যানহাটনে। বিস্ফোরণের বিকট শব্দে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপত্তা কারণে মল ও রেস্তোঁরা খালি করে দেওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে নিউইর্য়ক পুলিশ। মেয়র বিল ডে ব্লাসিও জানিয়েছেন উদ্দেশ প্রণোদিত ভাবেই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ নেই। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নিউইর্য়ক পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের কয়েকঘণ্টা আগে একটি পাইপ বোমা বিস্ফোরণ হয়। এই দুটির মধ্যে কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণে সম্পর্কে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবগত করা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে। রাষ্টসঙ্ঘের সম্মেলনের যোগ দিচ্ছেন ওবামা। তার জন্য আগামী কয়েকদিন নিউইয়র্কেই থাকবেন তিনি। ফলে, প্রেসিডেন্টের নিরাপত্তা এবং বিদেশি অতিথিদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।