নয়াদিল্লি:  ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীরা ‘সম্ভবত মৃত’। নিখোঁজদের পরিবারকে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে। যদিও, এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছে বায়ুসেনা। গত ২২ জুলাই ২৯ জন যাত্রীকে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার মালবাহী বিমানটি।

দীর্ঘ তল্লাশি চালানোর পরও কোনও হদিস মেলেনি বিমান বা যাত্রীদের। নিখোঁজ বিমানের তদন্তে কোর্ট অফ এনক্যোয়ারি-ও গঠন করে বায়ুসেনা। সম্প্রতি, ওই কোর্ট অফ এনক্যোয়ারি-র সুপারিশের প্রেক্ষিতেই নিখোঁজদের পরিজনদের চিঠি লিখে বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে যাত্রীরা ‘সম্ভবত মৃত’।

বায়ুসেনা সূত্রে খবর, কোর্ট অফ এনক্যোয়ারি জানিয়েছে, বাস্তব পরিস্থিতিকে বিচার করলে, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত নেই। তদন্তকারী দলের মতে, যে ব্যাপকভাবে তল্লাশি চলেছে, তাতে যদি যাত্রীরা বেঁচে থাকতেন, তাহলে এতদিনে তাঁদের খোঁজ মিলতই।

এরপরই, বায়ুসেনার তরফে সংশ্লিষ্ট পরিবারের কাছে চিঠি পাঠানো হয়। গত ২৪ অগাস্ট পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, কোর্ট অফ এনক্যোয়ারি-র সুপারিশ জানাচ্ছে যে আপনাদের পুত্র/কন্যা ‘সম্ভবত মৃত অথবা গুরুতর জখম’।

আরও বলা হয়েছে, তদন্ত কমিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে সবদিক বিচার করে, প্রাপ্ত অবস্থাগত প্রমাণ খতিয়ে দেখে এবং বিশদে তল্লাশি চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। চিঠির সঙ্গে, নিখোঁজদের একটি ‘মৃত্যু শংসাপত্র’-ও পাঠানো হয়েছে, যাতে পরিজনেরা বিমার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।