নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের বেতন এবং ভ্রমণের ভাতা সংক্রান্ত খরচ ২৯ শতাংশ কাটছাঁট করা হল। আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ঘোষণা করেছেন। এর আগে এই খাতে বরাদ্দ হয়েছিল ৪০০ কোটি টাকা। এবার সেটা কমিয়ে করা হল ২৯৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেছেন, ‘২০১৭-১৮ অর্থবর্ষে এই খাতে ৪১৮.৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার মন্ত্রীগোষ্ঠীর বেতন, ভ্রমণ এবং অন্যান্য ভাতা বাবদ ২৯৫.৮১ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মধ্যে ভিভিআইপি-দের ভ্রমণের জন্য বিমানের খরচও ধরা হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারিয়েট ও কেমিক্যাল ওয়েপনস কনভেনশনের খরচ বাবদ বরাদ্দ করা হয়েছে ৫৯.৮১ কোটি টাকা।’
এবারের বাজেটে প্রধানমন্ত্রীর দফতরের জন্য বরাদ্দ সামান্য বাড়ানো হয়েছে। আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রীর দফতরের প্রশাসনিক খরচ বাবদ ৫০.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই বরাদ্দ করা হয়েছিল ৪৮.২৩ কোটি টাকা।
বিদেশি অতিথিদের আপ্যায়ণ, রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের খরচ বাবদ ৫.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বাজেটে মন্ত্রীদের ভ্রমণ, অন্যান্য ভাতায় ২৯% কাটছাঁট
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2018 10:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -