নয়াদিল্লি: সিবিআই আদালতের টুজি রায়ে দৃশ্যতই বেকায়দায় পড়েছে কেন্দ্র। আর এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। দুর্নীতি দমনে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে স্বামী বলেছেন, বিজেপি যদি ২০১৯ লোকসভা ভোটের আগে যুদ্ধকালীন তৎপরতায় দুর্নীতি দমনে ব্যবস্থা না নেয়, তবে তাদের ভুগতে হবে।


স্বামী পরিষ্কার বলেছেন, দুর্নীতি দমনে বিজেপি মোটেই গুরুত্ব দিচ্ছে না। এ জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি বলেছেন, যুদ্ধকালীন তৎপরতায় একটি কাউন্সিল তৈরি করে এ ব্যাপারে পদক্ষেপ করতে। এতেই থামেননি বিজেপি সাংসদ। অ্যাটর্নি জেনারেল হিসেবে মুকুল রোহতগির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর বক্তব্য, রোহতগি টুজি রায় স্বাগত জানিয়েছেন, এই মামলায় অভিযুক্ত কয়েকটি সংস্থার হয়ে সওয়াল করেন তিনি।







তিনি বলেছেন, টুজি কাণ্ড নিয়ে বিচারপতি ও পি সাইনি অত্যন্ত খারাপ রায় দিয়েছেন, উচ্চ আদালতে অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে হবে। একইসঙ্গে বলেছেন, সৎ অফিসারদের জোর করে এই মামলার তদন্ত থেকে বার করে দেওয়া হয়, তদন্ত ভুল পথে যাওয়ার প্রাথমিক কারণ সেটাই।