মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ- ৫ রাজ্য থেকে গ্রেফতার ৩ সন্দেহভাজন জঙ্গি, আটক ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2017 10:58 AM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সন্ত্রাসবিরোধী শাখার হাতে ৫ রাজ্যে গ্রেফতার হল ৩ সন্দেহভাজন জঙ্গি। সন্দেহ করা হচ্ছে, এরা আইএসের সঙ্গে যুক্ত। নাশকতা ও চক্রান্তের অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে। মুম্বই, পঞ্জাবের জলন্ধর, বিহারের নারকাটিয়াগঞ্জ, রাজস্থানের বিজনৌর ও উত্তরপ্রদেশের মুজফফরনগরে অভিযান চালায় উত্তরপ্রদেশ এটিএস। সঙ্গ দেয় রাজ্য পুলিশ। মুম্বই, জলন্ধর, ও বিজনৌর থেকে ৩ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। আরও ৬ সন্দেহভাজনকে আটক করা হয়। গোপন সূত্রে খবর মেলে, হামলার উদ্দেশে কয়েকটি রাজ্যে নতুন সদস্য তৈরির চেষ্টা করছে জঙ্গিরা। এরপরই দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল অন্ধ্রপ্রদেশের সিআইডি, মহারাষ্ট্র এটিএস, পঞ্জাব পুলিশ ও বিহার পুলিশের সঙ্গে একযোগে অভিযান চালায়।