থানে: নারী পাচার মামলায় ৩ বাংলাদেশি নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মহারাষ্ট্রের থানের একটি আদালত। অভিযুক্তদের নাম আবদুল ওরফে আফজল শেখ ওরফে গফফর সফিউদ্দিন শেখ, তার স্ত্রী শিবালি ওরফে সঙ্গীতা আবদুল শেখ ও সঙ্গীতার বোন নার্গিস আবদুল হাসান মণ্ডল। ২০১২ সাল থেকে তাদের বিরুদ্ধে মানব পাচারের বিভিন্ন ধারায় মামলা চলছিল।
এই ৩ অপরাধীকে থানের এক হোটেল থেকে ২০১২-র ২১ অগাস্ট গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ২ নাবালিকা সহ ৫ জনকে। সে সময় হোটেলে বসে ওই ৫ জনকে দেহ ব্যবসায় নামানোর ছক কষছিল তারা। পুলিশ আগ্রহী খদ্দেরের ছদ্মবেশে তাদের একজনকে হোটেলে পাঠায় ও হাতে নাতে গ্রেফতার করে ওই ৩ জনকে।
আদালত জানিয়েছে, দেহ ব্যবসায় নামানোর জন্য ২ নাবালিকা সহ ওই ৫ মহিলাকে অপরাধীরা বাংলাদেশ থেকে এনেছিল। এ জন্য টাকাও নিয়েছিল তারা। জেলবন্দি দম্পতির ১১ বছরের ছেলেকে আগেই হোমে পাঠানো হয়েছিল। সেখানেই তাকে রাখার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
দেহ ব্যবসায় নামানোর ছক? ৩ বাংলাদেশির ১০ বছর সশ্রম কারাদণ্ড
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jun 2018 01:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -