মুজফফরনগর: উত্তরপ্রদেশে মুজফফরনগরে দুটি পৃথক ঘটনায় বাড়িতে গোমাংস রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে।
জেলার কারোলি থানার এসএইচও আনন্দ মিশ্র বলেছেন, গোহত্যা নিরোধক আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই তিনজনের বাড়ি থেকে মাংস বাজেয়াপ্ত হওয়ার পর মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে, সুরু গ্রামে গতকাল সন্ধেয় এক ব্যক্তিকে গ্রেফতার ও মাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গোমাংস রাখার অভিযোগে গ্রেফতার ১, মামলা তিনজনের বিরুদ্ধে
ABP Ananda, web desk Updated at: 05 May 2017 04:29 PM (IST)