শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর বিজবেহারায় বিএসএফ-এর কনভয়ে গুলি চালায় জঙ্গিরা। শহিদ ৩ জওয়ান। গুরুতর জখম ৪।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র জানিয়েছেন, বিকেল সাড়ে ৪ টে নাগাদ বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর কনভয় যাওয়ার সময় সেখানে গুলি ছোড়ে জঙ্গিরা। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল্ গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর জখম আরও চার জওয়ান। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে যাচ্ছিলেন জওয়ানরা। মোট ২৩ টি গাড়ির কনভয় জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় চোরা গলি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।
ঘটনার পরই ওই স্থানে গিয়ে পৌঁছন বিএসএফ ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। গোটা এলাকা ঘিরে ফেলে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলস্। বিএসএফ ডিজি-র কাছে রিপোর্ট তলব করেছেন রাজনাথ সিংহ।
তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। মনে করা হচ্ছে এ কাজ সম্ভবত হিজবুল মুজাহিদিন গোষ্ঠীরই।
প্রসঙ্গত, বারবার জঙ্গিগোষ্ঠীর টার্গেট হয় সেনাবাহিনীর কনভয়। গত ১০ দিন আগে শ্রীনগরে দুটি পৃথক ঘটনায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিন। মৃত্যু হয় ৩ পুলিশকর্মীর। এধরনের ঘটনার পুনরাবৃত্তির হুমকিও দিয়েছিল তারা। এর আগে গত বছর অগাস্টে উধমপুরে বিএসএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা।
জম্মু কাশ্মীরে বিএসএফ-এর কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৩ জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2016 01:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -