ভাতিন্দা: পঞ্জাবের ভাতিন্দায় চলন্ত বাসে আগুন। বাঁচতে ঝাঁপ যাত্রীদের। পুড়ে মৃত ৩ যাত্রী আহত ২৪। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার বিকেলে ভাতিন্দা থেকে লুধিয়ানা যাচ্ছিল বেসরকারি বাসটি।
ভাতিন্দা থেকে ৩৫ কিলোমিটার দূরে, রামপুরাফুল এলাকার রেলগেটের কাছে শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির পিছনের অংশে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, চালক টের না পাওয়ায় ওই অবস্থাতেই বাসটি প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়। প্রাণে বাঁচতে চলন্ত বাস থেকেই ঝাঁপ দেন কয়েকজন যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রীদের চিত্কার শুনে গাড়ি থামিয়ে চম্পট দেন চালক। জ্বলে ওঠে গোটা বাস। স্থানীয় বাসিন্দারা এসে জ্বলন্ত বাস থেকে উদ্ধার করেন যাত্রীদের। বাসের মধ্যেই পুড়ে মৃত্যু হয় কয়েকজন যাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ এটতাই পুড়ে গিয়েছে, যে কাউকে সনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, বাসের চালকের খোঁজে তল্লাশি চলছে। যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন লাগে বলে অনুমান। রেল গেট পার হওয়ার জন্য চালক তাড়াহুড়ো করছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা। আগুন লাগা অবস্থায় দ্রুতগতিতে যাওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাসে।
আহতদের চিকিৎসা চলছে রামপুরা সিভিল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।