নয়াদিল্লি: দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ইতালিয় মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজন ওই বিদেশিনীকে চন্ডীগড়ে নিয়ে যায়।
গত ২০ জুন ওই মহিলা দিল্লিতে পৌঁছে একটি প্রি-পেড ট্যাক্সি নেন। বিমানবন্দর থেকে পাহাড়গঞ্জের হোটেলে যাওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু ট্যাক্সি-চালক তাঁকে বলেন যে, ভোটের জন্য পাহাড়গঞ্জে যাওয়ার সব রাস্তাই বন্ধ। এরপর চালক মহিলাকে গোলে মার্কেটে এক ট্রাভেল এজেন্টের অফিসে নিয়ে যায়। সেখানে চালকের সঙ্গে যোগ দেয় আরও একজন।
মহিলার সন্দেহ হওয়ায় তিনি তাঁর অবস্থান সম্পর্কে মেসেজ ফেসবুকে পোস্ট করেন।
কিছুক্ষণ পরই ওই চালক ও অন্যজন মহিলার কাছ থেকে ৫০০ ইউরো ছিনিয়ে নেয়। চিত্কার-চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এরপর মহিলাকে চন্ডীগড়ে নিয়ে যাওয়া হয়।
চন্ডীগড়ে ওই মহিলা কোনও ক্রমে দুষ্কৃতীদের খপ্পর থেকে পালিয়ে ইতালিয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস পুরো ঘটনা দিল্লি পুলিশকে জানায়।
পুলিশ মামলা দায়ের করে। গাড়িতে থাকা দুই অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ। তাদের নাম নিক্কি ও পৃথ্বী। প্রযুক্তিগত নজরদারি চালিয়ে গত ২৫ জুন তাদের গ্রেফতার করা হয়। পরের দিন রমেশ নামে ট্রাভেল এজেন্টকেও গ্রেফতার করে পুলিশ।
বিমানবন্দর থেকে ইতালিয় মহিলাকে অপহরণ, গ্রেফতার ৩
ABP Ananda, web desk
Updated at:
29 Jun 2017 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -