বেরিলি: গণধর্ষণ ও এক পুলিশ অফিসারকে মারধরের অভিযোগে গ্রেফতার হিন্দু যুবা বাহিনীর তিন কর্মী। উত্তরপ্রদেশের বেরিলির গণেশনগর এলাকায় জোরে গান চালানো নিয়ে বিবাদের জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিষ্ঠিত এই সংগঠনের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুপার (সিটি) রোহিত সিং সাজওয়ান জানিয়েছেন।

জানা গেছে, জোরে গান চালানো নিয়ে দীপক ও অবিনাশ নামে দুই ব্যক্তির মধ্যে ঝামেলা হয়। তাদের মধ্যে অবিনাশ হিন্দু যুবা বাহিনীর কর্মী। দীপককে শিক্ষা দিতে সে তার বন্ধুদের ডেকে আনে। দীপকের বাড়িতে চড়াও হয়ে অবিনাশ ও তার দলবল মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দীপক ও তাঁর ভাই অবিনাশকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

খবর ছড়িয়ে পড়তেই রে রে করে আসরে নেমে পড়ে হিন্দু যুবা বাহিনী। সংগঠনের আঞ্চলিক সভাপতি জীতেন্দ্র শর্মা ও শহর শাখার সভাপতি পঙ্কজ সহ আরও অনেক সদস্য অবিনাশের গ্রেফতারির প্রতিবাদে থানায় পৌঁছন।

বিজেপির স্থানীয় শাখার প্রধান উমেশ কাঠারিয়াও থানায় চলে আসেন। এরইমধ্যে পুলিশের উপস্থিতিতেই হিন্দু যুবা বাহিনীর সদস্যরা উমেশকে নিগ্রহ এবং সাব-ইন্সপেক্টর ময়াঙ্ক অরোরাকে মারধর করে বলে অভিযোগ।

পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি এফআইআর অবিনাশ, জীতেন্দ্র ও পঙ্কজের বিরুদ্ধে দায়ের করেছেন অরোরা। অন্য এআইআর দায়ের করেছেন এক মহিলা। তাঁকে গণধর্ষণের অভিযোগ ওই মহিলা অবিনাশ, জীতেন্দ্র ও পঙ্কজ ছাডাও অনিল সাক্সেনা নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই এফআইআর দায়ের করেছেন।

অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।