ভোপাল: ডায়েরিতে ভারতের ভুল মানচিত্র ছাপার অভিযোগে স্কুলের মালিক ও অধ্যক্ষ সহ তিনজনকে গ্রফতার করেছে পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোলের।
খবরে প্রকাশ, স্কুলের তরফে যে ডায়েরি ছাপানো হয়, সেখানে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের কিছু অংশকে বাদ দেওয়া হয়। এরপরই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রিন বেলস পাবলিক স্কুলের মহম্মদ শরিফ, প্রিন্সিপাল গোবিন্দচন্দ্র দাস এবং যে ছাপাখানায় ওই ডায়েরি ছাপা হয়েছে, তার মালিক এ কে অগ্রবালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনজনকেই জেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) এক সদস্য অভিযোগ করেন। পুলিশের কাছে শরিফ স্বীকার করেছেন, বিকৃত মানচিত্র ছাপার অনুমতি দেওয়া ভুল ছিল। প্রসঙ্গত, স্কুলে প্রায় এক হাজার পড়ুয়া রয়েছে।
স্কুল ডায়েরিতে ভারতের বিকৃত মানচিত্র, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার মালিক, প্রিন্সিপাল সহ ৩
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jul 2016 11:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -