নয়াদিল্লি: সেলফি আসক্তি অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। বিভিন্ন দুর্ঘটনাও ঘটেছে। এই আসক্তি ছড়িয়েছে বিমান চালকদের মধ্যেও। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন দেশের বিমান পরিবহণ সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থাও। ইতিমধ্যেই ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ভারতের বিমান পরিবহণ সংস্থাগুলির বেশ কয়েকজন পাইলটকে সরকারিভাবে সতর্ক করেছে এবং ককপিটে মাঝ আকাশে সেলফি তোলা নিষিদ্ধ করে খুব শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে। এরইমধ্যে মাঝ আকাশে সেলফি তোলার জন্য বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর তিন পাইলটের এক সপ্তাহের জন্য বিমান চালানো নিষিদ্ধ করা হয়েছে। দেড় বছর আগে ককপিটে সেলফি নেওয়ার অভিযোগে ওই পাইলটদের এক সপ্তাহের জন্য 'ডি-রোস্টার' করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগোর এক মুখপাত্র।
সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, এটাই একমাত্র ঘটনা নয়। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিমান চালানোর সময় আসনে বসে পাইলটদের অসংখ্য ছবি রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মার্কিন বিমান সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাণিজ্যিক বিমান পরিবহণ সংস্থাগুলির ককপিটের কর্মীদের পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে।
মাঝ আকাশে সেলফি, এক সপ্তাহ ওড়া-বন্ধ ইন্ডিগোর তিন পাইলটের
ABP Ananda, web desk
Updated at:
20 Aug 2016 02:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -