কাশ্মীরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ফের পাথর ছুঁড়ে বিক্ষোভ, জখম ৩
ABP Ananda, web desk | 30 Dec 2016 01:28 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল বিক্ষোভকারীরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোর এলাকায় বিক্ষোভকারীদের হঠাতে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় তিনজন জখম হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির খবর পাওয়ার পর এদিন সকালে নিরাপত্তা বাহিনী নারিস্তান ও সাম্বুরা এলাকায় তল্লাশি শুরু করে। তল্লাশির পর ফিরে আসার পথে কিছু যুবক নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।