নয়াদিল্লি: রাজধানীতে সেনা দিবসের রিহার্সালে হেলিকপ্টার থেকে নামার সময় দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে ৩ সেনা জওয়ান আহত হয়েছেন। সেনা এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার সম্মানে প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। এই দিন ভারতীয় সেনার প্রথম কম্যান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে যে সব কসরত দেখানো হবে, মঙ্গলবার জওয়ানরা সেগুলিরই প্রশিক্ষণ করছিলেন। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মাটিতে নামার সময় আচমকা ছিঁড়ে যান দড়ি, আহত হন ৩ জওয়ান।
তবে জানা গিয়েছে, তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়, স্থিতিশীল রয়েছেন প্রত্যেকেই।
সেনা দিবসের রিহার্সালে হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে আহত ৩ জওয়ান, তদন্তের নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2018 01:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -