গুয়াহাটি: তিনসুকিয়ায় সন্দেহভাজন আলফা জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ৩ জওয়ান শহিদ হয়েছেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনসুকিয়ার পেংরি এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় শুরু হয়েছে। এখনও চলছে গুলি বিনিময়।


অসম ডিজিপি জানিয়েছেন, পেংরির জঙ্গল ঘিরে ফেলেছে সেনা। সংঘর্ষে ৩ জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, ওই জওয়ানরা সেনাবাহিনীর গাড়ি করে যাওয়ার সময় গাড়ির নীচে আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে ৩ জওয়ান শহিদ হন, আহত হন অন্তত ৪জন।  সম্ভবত আইইডি বিস্ফোরণে প্রাণ হারান ওই জওয়ানরা। বিস্ফোরণের পরেই আলফা জঙ্গিরা সেনাবাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। তখন থেকেই দু'পক্ষের সংঘর্ষ চলছে।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেনাকর্মীদের শহিদ হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রশাসনিক আধিকারিকদের তিনসুকিয়ায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও ফোনে কথা বলেছেন সোনোওয়ালের সঙ্গে। জানিয়েছেন, পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক।