শ্রীনগর: শুক্রবারের নামাজের পর ফের উত্তপ্ত উপত্যকা। কারফিউ অগ্রাহ্য করে নিরাপত্তাবাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে কট্টরপন্থীরা। সংঘর্ষে নতুন করে ৩জনের মৃত্যু হয়েছে, আহত ১৫০-রও বেশি। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে অশান্তির জেরে সব মিলিয়ে কাশ্মীরে এখন মৃতের সংখ্যা ৫৩।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিকেলের নমাজের পর শ্রীনগর, উত্তর ও দক্ষিণ কাশ্মীরে ‘স্বাধীনতা’-র দাবিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় কট্টরপন্থীরা। বুদগামের নাগাম গ্রামে বাহিনীর ওপর পাথর ছোঁড়া হয়। বাহিনী পেলেট গান ছুঁড়লে রণে ভঙ্গ দিয়ে চম্পট দেয় তারা।
উত্তর কাশ্মীরের কঙ্গন এলাকায়, পবিত্র অমরনাথ গুহার কাছে শ্রীনগর- লে হাইওয়ের ওপরেও চলে সহিংস বিক্ষোভ। শ্রীনগরেও বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়।
কাশ্মীরের ইতিহাসে এই প্রথম হজরতবাল দরগায় শুক্রবারের নমাজ পাঠ হয়নি। ওই দরগায় মুসলিম ধর্মগুরু মহম্মদের এক গোছা চুল সংরক্ষিত আছে বলে দাবি। একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হজরতবাল পর্যন্ত প্রতিবাদ মিছিল আহ্বান করায় অশান্তি আটকাতে হজরতবাল পৌঁছনোর সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।
কাশ্মীরে হিংসা এখনও চলছে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত ৩, আহত ১৫০-র বেশি
ABP Ananda, web desk
Updated at:
06 Aug 2016 06:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -