শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। মৃত ৩ জঙ্গি। মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের গুলিতে জখম এক সেনা জওয়ান। পুলিশ জানিয়েছে, লস্কর জঙ্গি তিন স্থানীয় যুবক কাকাপোরা এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে গতকাল সন্ধেয় অভিযান চালায় সেনাবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশির সময় জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। ৬ ঘণ্টার বেশি সময় ধরে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। মৃত্যু হয় তিন জঙ্গির।
জঙ্গিদের কাছ থেকে তিনটি একে ৪৭ রাইফেল ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার পর একদল বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সেনার জিপেও হামলা চালানো হয় বলে জানা গেছে।
এনিয়ে, গত তিনদিনে জঙ্গিদমন অভিযানে দ্বিতীয়বার সফল হল ভারতীয় সেনাবাহিনী। গতকাল বারামুল্লা জেলার সোপোর টাউনশিপের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হয়। এর আগে ১৭ জুন, অনন্তনাগের আরউইন গ্রামে ভারতীয় সেনার গুলিতে মারা পড়ে লস্কর কম্যান্ডার জুনেইদ মাট্টু।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু তিন লস্কর জঙ্গির
ABP Ananda, web desk
Updated at:
22 Jun 2017 08:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -