বদায়ুঁ: স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে, তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহাসওয়ান থানা এলাকায়।
সোমবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে। ২৭ বছর বয়সি ওই মহিলা সেসময় ডাক্তার দেখিয়ে তাঁর স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তিন অভিযুক্ত ব্যক্তি মোটর বাইকে করে যাচ্ছিল। তারা ওই দম্পতিকে দেখে আচমকা বাইক থামিয়ে ঘিরে ধরে। এরপর স্বামীকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মহিলার ওপর চলে পাশবিক নির্যাতন।
তিন অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2017 04:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -