কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Web Desk, ABP Ananda | 05 May 2018 02:50 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৩ সন্ত্রাসবাদী। শ্রীনগরের সাফাকাদাল এলাকার কাছে তাবেলা ছট্টাবল এলাকায় খতম হয় তারা। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সংঘর্ষস্থলের কাছে দ্রুত বেগে ছুটে আসা গাড়ির ধাক্কায় একজন সাধারণ নাগরিকও মারা যান। এনকাউন্টারস্থলের কাছাকাছি বিক্ষোভ প্রদর্শনকারী জনতার সঙ্গে ছোটখাট সংঘর্ষ হয় নিরাপত্তাবাহিনীর। বিক্ষোভ দেখানো লোকজনকে তাড়া করে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলাগুলির মধ্যে সামান্য আঘাত পান এক সিআরপিএফ অফিসার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসবাদীদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে আজ সকালে ওই এলাকা কর্ডন করে ঘিরে ফেলে তল্লাসি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাসি দলের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় তারাও। শুরু হয় গুলির লড়াই। পুলিশের এক মুখপাত্র বলেন, এক ব্যক্তিকে এসএমএইচএস হাসপাতালে নিয়ে আসা হলে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন ডাক্তাররা। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, নুরবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আদিল আহমেদ ইয়াডু নামে ওই ব্যক্তির। যদিও নিরাপত্তাবাহিনী ইয়াডুকে গুলি করে মেরেছে বলে অভিযোগ এলাকার লোকজনের। এদিকে এনকাউন্টারের জেরে শ্রীনগরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্তারা।