জাল নথি দেখিয়ে আধার, প্যান, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট! হায়দরাবাদে গ্রেফতার তিন রোহিঙ্গা
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jul 2018 05:48 PM (IST)
হায়দরাবাদ: এক মহিলা সমেত তিন রোহিঙ্গা মুসলিম গ্রেফতার হায়দরাবাদের বালাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ২০১৩-য় মায়ানমার থেকে হায়দরাবাদ এসেছিল ওই তিন শরণার্থী। কিন্তু পরিচয় লুকিয়ে অবৈধ উপায়ে স্থানীয় লোকজনের সাহায্যে বৈধ পরিচয়পত্র জোগাড় করে। জাল নথি বানিয়ে তার জোরেই আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমনকী ভারতের পাসপোর্ট পর্যন্ত বের করে নেয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলে ফেলে।
স্থানীয় পুলিশ অফিসার ভি সাইদুলু জানান, মায়ানমার থেকে উদ্বাস্তু হিসাবে ভারতে ঢোকার কথা পুরোপুরি চেপে গিয়ে তারা আবেদনপত্রে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করে।
হায়দরাবাদের বিভিন্ন জায়গায় উদ্বাস্তু শিবিরে ৩৫০০ থেকে চার হাজার রোহিঙ্গা বসবাস করছে।
পুলিশ কর্তাটি জানান, প্রাথমিক তদন্তে বেরিয়েছে যে, ওই তিনজন রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাইকমিশনের কাছে নাম নথিভুক্ত করেনি। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ও ভারতীয় পাসপোর্ট আইনের নানা ধারায় মামলা রুজু করা হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -