উত্তরপ্রদেশে তিন তুতো বোনকে ধর্ষণ করে খুন, অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হল মুখ
ABP Ananda, web desk | 28 Aug 2016 05:34 AM (IST)
বরেলি: একই পরিবারের তিন নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। তারপর অ্যাসিড দিয়ে তাদের মুখ বিকৃতও করে দেওয়া হয়েছে বলে খবর। আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। পুলিশ সূত্রে খবর, ওই তিনজনই তুতো বোন। তিন জনের মধ্যে দুজনের দেহ মিলেছে ২৪ নম্বর জাতীয় সড়কের পাশে নদীর ধার থেকে। একজনের দেহ মিলেছে ২৪ নম্বর জাতীয় সড়কের ধারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার শৌচকাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিল ওই তিন বোন। কিন্তু তারা ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে মীরগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ তদন্তে নেমে ওই তিন নাবালিকার দেহ একের পর এক উদ্ধার করে। তিন নাবালিকার বয়স ১৩,১৪ ও ১৫। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত এক নাবালিকার বাবার অভিযোগ, ধর্ষণের পর তিনজনকে খুন করা হয়েছে। এরপর তাদের যাতে না চেনা যায়, সেজন্য মুখ অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিন নাবালিকার দেহ নিখোঁজ হওয়ার পর বিভিন্ন থানার পুলিশ, সিও, ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা দিনভর তল্লাশি শুরু করেন। এক নাবালিকার দেহ উদ্ধারের পর জেলা পুলিশ সুপারও ঘটনাস্থলে পৌঁছে যান। অভিযুক্তদের ধরার জন্য পুলিশের দল গঠন করা হয়েছে।