নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি। কাশ্মীর জোন পুলিশ সোমবার জানিয়েছে যে, খুলচোহার এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।
এই অভিযান চলাকালেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ও জুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গত ২৬ জুন, পুলওয়ামা জেলার ত্রালে চেওয়া উল্লারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছিল।
অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 09:41 AM (IST)
কাশ্মীর জোন পুলিশ সোমবার জানিয়েছে যে, খুলচোহার এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
অভিযান চলাকালেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -