- হোম
-
খবর
কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত ৩ জঙ্গি, বন্ধ ট্রেন চলাচল
কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত ৩ জঙ্গি, বন্ধ ট্রেন চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 03:36 AM (IST)
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মারা গেল তিন জঙ্গি। ওই এলাকায় জঙ্গিরা ঘোরাঘুরি করছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী শনিবার ভোরে গোটা এলাকা ঘিরে ফেলে। তল্লাশি চালানোর সময় ঘাপটি মেরে থাকা জঙ্গি হামলা চালায় তাদের ওপর। গুলির লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়। জানা গেছে, এরা সকলেই স্থানীয় বাসিন্দা, এদের নাম আশফাক আহমেদ দার, ইশফাক আহমেদ বাবা এবং হাসিব আহমেদ। এরা হিজবুল মুজাহিদিনের সদস্য। তাদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
জঙ্গিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শুরু হয় অশান্তি। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে। জবাবে কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের হঠিয়ে দেয় সেনা। ফলে শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল এদিনের মত স্থগিত রাখা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, রেলের সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত তাদের। পরে পরিস্থিতি পর্যালোচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, রবিবার ট্রেন চলাচল শুরু করা হবে কিনা।