শ্রীনগর: জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ৩ জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তারক্ষীরা। রবিবার সন্ধেয় ওই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে ৩টি এ কে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।
নিরাপত্তারক্ষীদের কাছে খবর ছিল, পহেলগাঁওয়ের আবুরা গ্রামে ঘাঁটি গেড়েছে জনাকয়েক জঙ্গি। সন্ধেয় গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সে সময় গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। জবাব দেন জওয়ানরাও। সকালে উদ্ধার হয় ৩ জঙ্গির লাশ।
৬ তারিখ বুদগাম জেলার মাচু এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মুজফফর আহমেদ নামে এক আল বদর জঙ্গির মৃত্যু হয়। এর আগে লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত ছিল সে।
এদিকে, এই ঘটনায় ক্ষোভ জানাল পাকিস্তান। তাদের দাবি, এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’। এর পাশাপাশি ইসলামাবাদ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
পাক বিদেশ দফতর বলেছে, ইসলামাবাদ ভারতীয় বাহিনীর ‘নিরীহ কাশ্মীরিদের হত্যা’র নিন্দা করছে।
জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরাপত্তারক্ষীদের হাতে খতম ৩ জঙ্গি, সরব পাকিস্তান
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jan 2017 09:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -