কুপওয়ারা: আজ ফের গুলি-বোমার শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ। সাতসকালেই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার প্রদেশে আক্রমণ চালায় জঙ্গিরা। মাছিল সেক্টরে হামলার খবর পেয়েই জঙ্গিদের রুখতে ঝাঁপিয়ে পড়ে সেনা।

পাল্টা গুলির লড়াইয়ে শেষমেশ তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। সকালেই জঙ্গিদের হানায় প্রাণ হারান বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কনস্টেবল সুদীপ সরকার। পশ্চিম ত্রিপুরার ঢালেশ্বরের বাসিন্দা সুদীপ, এক ক্যাপ্টেন সহ মোট তিন সেনাকর্মীর মৃত্যু হয়েছে।

বিএসএফ কাশ্মীরের পক্ষ থেকে বলা হয়েছে, মাছিল সেক্টরে অপারেশনের সময় প্রাণ হারিয়েছেন কনস্টেবল সুদীপ সরকার। পরে গোটা জায়গায় ঘিরে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অপারেশন সফল করেছে ভারতীয় সেনা।



প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের আলো ফোটার আগে সীমান্ত টপকে ভারতের মাটিতে ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছিল তিন জঙ্গি। যে সময় তাদের আটকানোর পরই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দেয় জঙ্গিরা। পরে এনকাউন্টারে অবশ্য তিনজনকেই খতম করে দিয়েছে সেনা। উদ্ধার করা হয়েছে একে ৪৭ রাইফেল ও দুটি ব্যাগ।

এদিকে, কাঠুয়া জেলার করোল কৃষ্ণা, মানইয়ারি ও সতপাল সীমান্তে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত বিনা প্ররোচনার গোলাগুলি বর্ষণ করেছে পাক সেনা। গোটা ঘটনায় কেউ হতাহত না হলেও এহেন টানা অতর্কিত হামলার জেরে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামগুলির বাসিন্দারা।