দিল্লীতে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে মার বাসিন্দাদের, গ্রেফতার
web desk, ABP Ananda | 17 Dec 2018 04:05 PM (IST)
নয়াদিল্লি: ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার দিল্লির দ্বারকার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি ও মা গৃহবধূ। ঘটনার সময় তাঁরা কেউ বাড়িতে ছিলনা বলে জানিয়েছে পুলিশ। রঞ্জিত নামে ওই ব্যক্তি শিশুটি যে বহুতলে থাকত সেখানকারই নিরাপত্তারক্ষী। বছর ৪০-এর ওই অভিযুক্তকে মারধর করেন ওই বহুতলের অন্য বাসিন্দারা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধর্ষিতা শিশু আপাতত দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি, তার অবস্থা কিছুটা স্থিতিশীল। ৬ বছর আগে দিল্লীর নির্ভয়া কান্ডের বিরুদ্ধে গর্জে উঠেছিলো গোটা দেশ। কিন্তু তার পরেও খাস রাজধানীর বুকেই ঘটে চলেছে এমন একের পর এক ধর্ষণের ঘটনা।