দিল্লিতে তিন বছরের মেয়েকে যৌন নির্যাতন করে খুন, গ্রেফতার নাবালক প্রতিবেশী
Web Desk, ABP Ananda | 24 Feb 2017 09:57 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: তিন বছর বয়সি একটি মেয়েকে যৌন নির্যাতনের পর খুন করার দায়ে গ্রেফতার করা হল ১৬ বছরের একটি ছেলেকে। খুন করার পর মেয়েটির দেহ গর্তে পুঁতে রাখতে গিয়ে ধরা পড়ে যায় ওই কিশোর। তাকে গ্রেফতার করে নাবালকদের জন্য নির্ধারিত সংশোধনাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই শিশুটির বাবা-মা নির্মাণশ্রমিক। তাঁরা কাজে চলে যাওয়ার পর শিশুটি বাড়িতে একাই ছিল। তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর খুন করে ওই প্রতিবেশী কিশোর। মেয়েটির বাবা-মা তার খোঁজ করতে গিয়ে অভিযুক্ত কিশোরকে হাতে-নাতে ধরে ফেলেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।