নয়াদিল্লি: ওয়াশিং মেশিনের জলে ডুবে মৃত্যু দুই যমজ ভাইয়ের। বাড়িতেই খেলছিল বছর তিনেকের দুই যমজ ভাই নক্ষ ও নিশু। মা ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার তোড়তোড় করছিলেন। কিন্তু বাড়িতে ডিটারজেন্ট ছিল না। ডিটারজেন্ট পাউডার কেনার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। কিন্তু তারই মধ্যে কখন দুই যমজ ভাই টপ লোডিং ওয়াশিং মেশিনের ওপরে উঠে পড়ে এবং স্পিনিং টবে পড়ে যায়। প্রায় আধ ঘন্টা পর স্পিনিং টবে ওই দুই শিশুকে ডুবে থাকতে দেখেন তাদের বাবা। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম দিল্লির রোহিনী এলাকায়।


পুলিশ জানিয়েছে, স্পিনিং টবে প্রায় ১৫ লিটার জল ছিল। সম্ভবত পাশে রাখা জামাকাপড়ের স্তুপ বেয়েই ওই দুই শিশু উঠে পড়েছিল ওয়াশিং মেশিনের ওপর।

পুলিশের কাছে মৃত যমজের মা রেখা জানিয়েছেন, জামাকাপড় কাচাকাচি করবেন বলে তিনি ওয়াশিং মেশিনে জল ভরেছিলেন। কিন্তু, জামাকাপড় দিতে গিয়ে দেখেন ঘরে ডিটারজেন্ট পাউডার নেই। এর পরেই দুই ছেলেকে ঘরে রেখে গতকাল দুপুর ১২.৩৯ নাগাদ ফ্ল্যাটের নীচে দোকানে ডিটারজেন্ট আনতে গিয়েছিলেন।

কিছুক্ষণ পরে তিনি বাড়িতে ফিরে ছেলেদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সন্তানদের খুঁজে না পেয়ে তিনি তাঁর স্বামী রবীন্দরকে ফোন করেন। বীমা কোম্পানির কর্মী রবীন্দর তড়িঘড়ি বাড়িতে চলে আসেন। পরে তিনিই ওয়াশিং মেশিনের ডালা খুলে দুই সন্তানকে দেখতে পান।

এর পর দুই ভাইকে নিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছেন, ওই মর্মন্তুদ ঘটনায় দুই শিশুর বাবা-মা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ময়নাতদন্তের জন্য দুই শিশুর দেহ বাবা সাহেব আম্বেডকর হাসপাতালে পাঠানো হয়।