বেঙ্গালুরু:  ফের বেঙ্গালুরু, এবার স্কুলের মধ্যে সুপারভাইজারের হাতে যৌন হেনস্থার শিকার হল এক নার্সারির বাচ্চা। তিন বছরের শিশুটি গত শুক্রবার অন্য সাধারণ দিনের মতোই স্কুলে যায়। অভিযুক্ত স্কুল সুপারভাইজার মঞ্জুনাথ তাকে চকোলেট দিয়ে টয়লেটের দিকে নিয়ে যায়। তারপর সেখানেই তারওপর চালায় যৌন নির্যাতন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে পুরো ঘটনার কথা জানায়। বাচ্চাটি জানায় তার গোপনাঙ্গে আঘাত করেছে ওই ব্যক্তি। এরপরই চিকিত্সকের কাছে ডাক্তারি পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয় আক্রান্ত শিশুটিকে। বেঙ্গালুরুর বেলান্দুরে এক বেসরকারি নার্সারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। সোমবার ঘটনার কথা জানাজানির হওয়া পর অভিভাবকেরা স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনও অভিযুক্ত মঞ্জুনাথকে বাঁচাতে অভিভাবকদের পুলিশের কাছে যেতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর একদল অভিভাবক থানায় স্কুলের প্রিন্সিপ্যাল এবং মঞ্জুনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই স্কুলে গিয়ে অভিযুক্তকে পক্সো আইনে গ্রেফতার করে পুলিশ। স্কুলের প্রিন্সিপ্যালকে ডেকেও জেরা করা হয়েছে। অভিভাবকদের আশঙ্কা মঞ্জুনাথ হয়তো স্কুলের অন্য বাচ্চাদেরও এভাবে আগে যৌন হেনস্থা করেছে। অভিযুক্তের অতীত খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কৃর্তপক্ষকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে প্রশাসন, যাতে ভবিষ্যতে এধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।