গুয়াহাটি: অসমে গত বছর বিজেপি ক্ষমতায় আসার পর ৪,০২২ জনকে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মাত্র ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আজ রাজ্য বিধানসভায় সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক আব্দুল খালেকের প্রশ্নের উত্তরে অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, ২০১৬-র মে মাসের পর ৩০ জন বাংলাদেশিকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাটোয়ারি জানিয়েছেন, ২০১৬-র মে মাস থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল ৪,০২২ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করেছে এবং আরও তিন জন সম্পর্কে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, ১৯৮৬-র পর থেকে রাজ্যে ৭৯,৭৭১ জনকে চিহ্নিত করা হয়েছে এবং এখনও পর্যন্ত ২৯,৭২৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।
কংগ্রেস বিধায়ক খালেক এদিন বিধানসভায় উদাহরণ তুলে ধরে অভিযোগ করেন, অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য বহু প্রকৃত ভারতীয় নাগরিককে হেনস্থা করা হচ্ছে।
এর উত্তরে মন্ত্রী জানান, সরকারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ ধরনের হেনস্থা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অসমে বিজেপি সরকারের আমলে এখনও পর্যন্ত ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে
ABP Ananda, web desk
Updated at:
06 Mar 2017 07:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -