সিমলা: হিমাচল প্রদেশে গভীর খাদে স্কুলবাস পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, মৃতদের মধ্যে ২৯টি শিশু। আহত অন্তত ১৩। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
নিহত শিশুরা সকলেই রাম সিংহ পাথনিয়া মেমোরিয়াল স্কুলের পড়ুয়া ছিল। বাড়ি ফেরার পথে ধর্মশালা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কাংরা জেলার গুরচল গ্রামের কাছে নুরপূর-চাম্বা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
কাংরার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল জানান, ২৭ খুদে পড়ুয়া ছাড়াও বাসে ছিলেন ৬৭ বছরের বাসচালক মদন লাল এবং স্কুলেরই ২ শিক্ষিকা। আহতের সংখ্যা অন্তত ১৩।
পুলিশ জানিয়েছে, বাসে অন্তত ৪০-৪৫ জন যাত্রী ছিল। মৃত পড়ুয়াদের অধিকাংশই ১০ বছরের নীচে। আহতদের পঠানকোটে ভর্তি করা হয়। সেখানেই এক শিশু মারা যায়। বাকিদের অবস্থাও সঙ্কটজনক।
https://twitter.com/ANI/status/983343846154174464
এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে হিমাচল প্রশাসন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাসচালক কোনওভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে বাসটি গিয়ে পড়ে খাদে।
দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। নিহতদের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল আচার্য দেবব্রত, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।