পটনা: এক কেলেঙ্কারি থেকে বেরোতে না বেরোতেই আরেকটি কেলেঙ্কারির সম্মুখীন বিহারের শিক্ষা ব্যবস্থা। এবার বিতর্কের কেন্দ্রস্থল ভিমরাও অম্বেডকর বিহার বিশ্ববিদ্যালয় (ব্রাবু)।
খবরে প্রকাশ, মজফ্ফরপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৩০ জন পড়ুয়াকে পাস মার্কস দেওয়া হয়েছে। অভিযোগ, ওই পড়ুয়ারা সকলেই ব্ল্যাঙ্ক পেপার বা খালি খাতা জমা দিয়েছেন!
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপলিকেশন স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়। এরপর পড়ুয়ারা উত্তরপত্রের স্ক্রুটিনি করার দাবি তোলে। সেখানেই ধরা পড়ে এই কেলেঙ্কারি।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, যে পড়ুয়াদের খাতায় এই বিপত্তি ধরা পড়েছে, তাঁরা সকলেই পূর্ব চম্পরণ জেলার এলএনডি কলেজে পাঠরত।
বস্তুত, ওই কলেজের পড়ুয়ারাই স্ক্রুটিনির অভিযোগ তোলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষকদের কারণ-দর্শানোর নোটিস পাঠিয়ে এই ঘটনার ব্যাখ্যা তলব করা হয়েছে।
এখানে বলে রাখা প্রয়োজন, এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নয়। গত বছরও এখানে হোমিওপ্যাথির ফাইনাল বর্ষের পরীক্ষায় ব্ল্যাঙ্ক পেপার থাকা সত্ত্বেও ৪০ জনকে পাস মার্কস দেওয়ার অভিযোগ উঠেছিল।
ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েও পাস মার্কস! ফের বিতর্কে বিহারের শিক্ষা-ব্যবস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 01:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -