৩০০০ জীবন্ত কচ্ছপ উদ্ধার, দাম ৩০ লক্ষ টাকা
Web Desk, ABP Ananda | 02 Aug 2016 01:16 PM (IST)
চেন্নাই: চেন্নাই বিমানবন্দর থেকে উদ্ধার ৩০০০ জীবন্ত সবুজ কচ্ছপ। কচ্ছপগুলির বর্তমান বাজারমূল্য ৩০ লক্ষ টাকা। মালয়েশিয়া থেকে আসা এক বিমানযাত্রীর কাছ থেকে কচ্ছপগুলি উদ্ধার করে বিমানবন্দর আধিকারিকরা। সূত্রের খবর, হাবিব নামে বছর ৪৮-এর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। স্যুটকেসের মধ্যে তা রাখা ছিল। হাবিবকে জেরা করছে পুলিশ। তদন্তের স্বার্থে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে তাকে।