মোহালি: মোহালিতে এক পশুপ্রেমী মহিলা দুটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁর পোষ্যদের রাখার জন্যে। কিন্তু সেই ঘর দুটি বারংবার ছেড়ে দিতে বলছিলেন তাঁর বাড়ির মালিক। বাড়ি ছাড়াতে রেশম ধালিওয়াল নামের ওই মহিলার ৩১টি সারমেয়র ওপর অ্যাসিড হামলা করা হয়েছে বলে অভিযোগ। এরপরই প্যাকফা অর্থাত্ প্রোটেকশন এবং কেয়ার অ্যানিমেলের দ্বারস্থ হন ওই মহিলা।
প্রসঙ্গত, বাড়ির মালিক বলবিন্দর সিংহ চাইছিলেন তাঁর বাড়ি ছেড়ে দিন ওই মহিলা। কিন্তু মহিলা নিজের সিদ্ধান্তে অনড় থাকায় এভাবে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন বলবিন্দর। এই ঘটনায় একটি সারমেয়র মৃত্যু হয়েছে, এগারোটির অবস্থা আশঙ্কাজনক। ১৯টি কুকুর নিখোঁজ। বলবিন্দর, তাঁর ছেলে জিমি এবং বাড়ির পরিচারক ধর্মিন্দরের বিরুদ্ধে চুরি, নিরীহ পশুর ওপর হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলবিন্দরকে, অপর দুই ব্যক্তি পলাতক। যদিও বলবিন্দর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পশু সুরক্ষা সংগঠন পেটা এই ঘটনায় ডিজিপিকেও একটি চিঠি লিখেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পশুপ্রেমী ভাড়াটিয়াকে ঘর ছাড়ানোর জন্যে তাঁর ৩১টি সারমেয়র ওপর অ্যাসিড হামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2017 03:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -