গুরুগ্রাম: পাঁচ বছর আগে মারুতির কারখানাতে কর্মী-হিংসায় এক আধিকারিকের মৃত্যুর ঘটনায় ৩১ জন কর্মীকে দোষী সাব্যস্ত করল আদালত। এর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। বেকসুর খালাস ১১৭।


২০১২ সালের অগস্ট মাসে কর্মী-অসন্তোষ থেকে হিংসা ছড়িয়ে পড়ে মারুতির মানেসরের কারখানায়। ওই হিংসায় নিহত হন সংস্থার মানবসম্পদ আধিকারিক অশ্বিনীকুমার দেব। তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। আহত হন শতাধিক।


তদন্তে নেমে ১৪৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন ধারায় চার্জগঠন করা হয়। এদিন সেই মামলার রায়ে কর্মী ইউনিয়নের একাধিক শীর্ষস্তরের নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা ও হিংসা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত নগর ও দায়রা বিচারক আর কে গয়াল।


পাশাপাশি আরও ১৮ জনের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অনুপ্রবেশ, আঘাত করা এবং অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণার জন্য আগামী ১৮ তারিখের দিন ধার্য করেছেন বিচারক।